বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় পোশাক জায়ান্ট ইন্ডিটেক্স

Spread the love

স্পেনের শীর্ষস্থানীয় পোশাক নির্মাতা প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া ম্যাসেইরাস বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তনশীল প্রেক্ষাপট, বাংলাদেশ-স্পেন সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে ইন্ডিটেক্সের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম।

ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার ভাষণকে ‘অত্যন্ত অনুপ্রেরণাদায়ক’ হিসেবে উল্লেখ করেন।

ইন্ডিটেক্স বিশ্বের বৃহত্তম ফাস্ট ফ্যাশন গ্রুপ, যার মালিকানায় রয়েছে জারা, বারশকা এবং মিসিমো ডাট এর মতো ব্র্যান্ড।

ম্যাসেইরাস বাংলাদেশকে ইন্ডিটেক্সের জন্য গুরুত্বপূর্ণ সোর্সিং হাব হিসেবে অভিহিত করে দেশটির সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই। সোর্সিংয়ের দিক থেকে বাংলাদেশ অত্যন্ত ব্যবসাবান্ধব।’

বিশ্ব বাণিজ্যের জটিলতা এবং এর প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ উদীয়মান বৈশ্বিক বাণিজ্য গতিশীলতাকে কাজে লাগানোর জন্য আরও ভালো অবস্থানে রয়েছে।’ তিনি বৈশ্বিক বাণিজ্যের ‘চলমান উপাদানগুলোর’ কথাও স্বীকার করেন।

বাংলাদেশের বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শনের পর, ম্যাসেইরাস দেশটিতে উৎপাদিত বৈচিত্র্যময় পণ্যের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন।

তিনি ঘোষণা দেন, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সঙ্গে স্বাক্ষরিত একটি নতুন চুক্তির মাধ্যমে ইন্ডিটেক্স বাংলাদেশের পোশাক কারখানার অন্তত ৫০ জন নারী কর্মীর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার সম্পূর্ণ ব্যয় বহন করবে।

এছাড়াও, ইন্ডিটেক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি নিয়ে ‘ইন্ডিটেক্স চেয়ার’ প্রতিষ্ঠা করেছে বলেও জানান ম্যাসেইরাস।

প্রধান উপদেষ্টা কোম্পানির সামাজিক দায়বদ্ধতার উদ্যোগের প্রশংসা করেন। তিনি স্পেনে কাটানো সময় এবং স্পেনের সাবেক রানী সোফিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা খাতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ইন্ডিটেক্স কর্মকর্তারা জানান, শিগগিরই প্রতিষ্ঠানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার-কার্গো পরিবহন শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *